রিতিশা সরকার, শিলিগুড়ি : আসন্ন পুরভোট। ময়দানে শুধুই নজরে পড়ছে তৃণমূলের পতাকা। জনসংযোগ থেকে প্রচার তাদের ধারেপাশে নেই বিরোধীরা। এবার শিলিগুড়ির (Siliguri Trinamool Congress) পুরভোটে প্রচারে নামবেন তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেনাররা। আর তাতেই যে কিস্তিমাত হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কুয়াশার চাদর ঝেড়ে শহরের পুরনির্বাচনী প্রচারের পারদ চড়াতে পারেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শিলিগুড়ি পুর নির্বাচনী প্রচারে প্রার্থীদের হয়ে দ্রুত প্রচারে আসতে চলেছেন অনুব্রত মণ্ডল ও অরূপ বিশ্বাস।
ইতিমধ্যেই শিলিগুড়ি পুরনিগমের (Siliguri Trinamool Congress) ওয়ার্ডে ওয়ার্ডে ট্যাবলো দিয়ে জোরকদমে প্রচার চলছে। ওয়ার্ডভিত্তিক ইস্যু তুলে ধরা হচ্ছে ট্যাবলোয়। একইসঙ্গে বিগত বাম বোর্ডের ব্যর্থতার নিখুঁত হিসেবনিকেশও মানুষের সামনে তুলে ধরা হচ্ছে ট্যাবলো প্রচারের মাধ্যমে। এই প্রচারের মাধ্যমে ধরা পড়ছে উন্নয়নের আগামী রূপরেখাও। একইসঙ্গে ময়দানে চষে বেড়াচ্ছেন টিম ক্যাপ্টেন পাপিয়া ঘোষ। ৪৭টি ওয়ার্ড ঘুরেই প্রার্থীদের হয়ে প্রচার চালাচ্ছে পাপিয়া ঘোষ।
আরও পড়ুন – ২০ টাকায় কুড়ি লিটার জল, পৌঁছবে দুয়ারে
সোমবার সকাল থেকে শিলিগুড়ি পুরনিগমের ১৬, ২৯, ২০ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন প্রার্থীর হয়ে পাপিয়া ঘোষ। সেখান থেকেই শহরে নির্বাচনী উৎসবের আমেজ যে চড়তে চলেছে তার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, দ্রুত কলকাতা থেকে মন্ত্রী ও দলীয় নেতৃত্বরা নির্বাচনী প্রচারে আসতে চলেছেন। প্রবীণদের একাংশের মতে, পাড়ায় পাড়ায় পুর নির্বাচন আসতেই চায়ের দোকানে জমজমাট আড্ডা, যুক্তিতর্কের সেই আমেজ আর নেই। পাশাপাশি নির্বাচন পিছিয়ে যাওয়ার পরই প্রায় একসঙ্গে আক্রান্ত হয়ে পড়েন শিলিগুড়ি পুরনিগমে তৃণমূলের মুখ গৌতম দেব-সহ বেশ কয়েকজন।