ত্রিপুরা : কোর্ট থেকে নিয়ে যাওয়ার মুখে আক্রান্তদের ফের আক্রমণের ছক কষছে বিজেপি

Must read

রাস্তার মোড়ে মোড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়ো হয়েছে আক্রান্তদের ওপর ফের হামলা চালানো জন্য। কোর্টকে বলা হয়েছে সুরক্ষা দেওয়ার জন্য। তা কতখানি কার্যকর হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, শনিবার বিজেপির গুন্ডাবাহিনী হামলা চালায় দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহাদের গাড়িতে। তাতেই আক্রান্ত হয়েছেন তাঁরা।

আরও পড়ুন-ইস্যু ত্রিপুরা : তৃণমূল কংগ্রেস সোমে ‘ঝড়’ তুলবে সংসদে

উল্লেখ্য, নিরাপত্তা দেওয়ার নাম করে দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহা সহ তৃণমূলের ১৪ জন নেতাকে থানায় এনে গ্রেফতার করেছিল পুলিশ। চেষ্টা চলছিল মহামারী সহ একাধিক মামলায় জড়িয়ে জেলবন্দি করে রাখার। অবশেষে রবিবার বিকেলে গ্রেফতার হওয়া তৃণমূলের নেতা-কর্মীদের আদালতে তোলার পড়ে তাঁদের মূল মামলায় জামিন দিল আদালত।

আরও পড়ুন-বিজেপির গুন্ডাবাহিনী থানা ঘিরেছে, পুলিশ ঠুঁটো জগন্নাথ: ত্রিপুরার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ তৃণমূল প্রতিনিধি দলের

পাশাপাশি অতিরিক্ত যে জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে তা খারিজ করে দিয়েছেন বিচারক। এদিন ৫০ হাজার টাকার লোকাল বন্ডে তৃণমূলের যুব নেতানেত্রীদের জামিন দেন বিচারক।

Latest article