ইস্যু ত্রিপুরা : তৃণমূল কংগ্রেস সোমে ‘ঝড়’ তুলবে সংসদে

Must read

তৃণমূল কংগ্রেস এবার সংসদে ঝড় তুলতে চলেছে ত্রিপুরা নিয়ে। দেবাংশু, জয়া, সুদীপ আক্রান্ত এবং ১৪ জন নেতাকে ত্রিপুরায় গ্রেফতার ও হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-আদালতে নিয়ে যাওয়া হল সুদীপ-জয়া-দেবাংশুদের, খোয়াই থানাতেই অবস্থানে অভিষেক

শনি-রবিবার মিলে ত্রিপুরায় যা ঘটছে, তার বিরুদ্ধে সোমবার সকাল সাড়ে ১০ টায় সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা থেকে দলের সমস্ত সাংসদকে এমনই নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার সংসদের ধর্না উপস্থিত থাকবেন অভিষেক নিজেও। সব মিলিয়ে সোমবার ফের উত্তাল হতে চলেছে সংসদ চত্ত্বর।

আরও পড়ুন-ত্রিপুরায় পা দিলেই জেলে ভরা হচ্ছে, এসব করে লাভ নেই: ত্রিপুরা পৌঁছেই তোপ অভিষেকের

এদিকে, আজ কিছুক্ষণ আগে আক্রান্ত যুব তৃণমূল নেতা সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত সহ ১৪ জন তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে যাওয়া হল আদালতে। রবিবার সকাল থেকেই উত্তপ্ত ত্রিপুরার খোয়াই। এখনও খোয়াই থানাতেই অবস্থান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Latest article