সংবাদদাতা, বোলপুর : একেই বলে তুঘলকি সিদ্ধান্ত। অফলাইন ক্লাস চালু হবে। কিন্তু হস্টেল খোলার কথা বলা নেই। তাহলে সাধারণ ছাত্রছাত্রী কী করে শান্তিনিকেতনের (Shantiniketan) মতো ব্যয়বহুল জায়গায় নিজস্ব থাকার ব্যবস্থা করতে পারবেন? বিশ্ববিদ্যালয়ে ৩৫টার মতো হস্টেল আছে। সেগুলো খুলতে না বলে অফলাইন ক্লাস শুরু করতে নির্দেশ। রাজ্য সরকারের (West Bengal Government) নির্দেশ ফেব্রুয়ারির তিন তারিখ থেকে অফলাইন ক্লাস চালু হবে। বিশ্বভারতীতে (Visva-Bharati) ফেব্রুয়ারির (February) তিন তারিখ থেকে অফলাইন ক্লাস শুরু না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় ছাত্রছাত্রী ঐক্য। ইতিমধ্যে বিশ্বভারতীতে (Visva-Bharati) পঠন-পাঠন শুরু, রেজাল্ট বের করা এবং স্কলারশিপ নিয়ে বেশ কয়েকবার আন্দোলন করেন তাঁরা। সেই সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও হয়। শেষ পর্যন্ত পড়ুয়াদের স্মারকলিপি নিতে বাধ্য হন। এরপর ১ ফেব্রুয়ারি সমস্ত ভবনের অধ্যক্ষ, আধিকারিক, বিশ্ববিদ্যালয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন। সেই বৈঠকে স্থির হয় রাজ্য সরকারের (West Bengal Government) নির্দেশক্রমে ফেব্রুয়ারির ৩ তারিখ থেকেই বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হবে। সেই মোতাবেক সমস্ত ভবনের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশে কোথাও হস্টেল খোলার কথা বলা নেই। নামপ্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন, নির্দেশে কোথাও বলা নেই হস্টেল খোলার কথা। সাপও মরল লাঠিও ভাঙল না— গোছের অর্ডার। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ পড়ুয়া বাইরের।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, অভিষেক নানাভাবে বিজেপির টার্গেট