অ্যাপস দিয়ে টাকা লোপাট

Must read

দুর্গাপুর : একটি অজানা অ্যাপস (Apps) ইন্সটল করে ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন এক গ্রাহক। বিষয়টি ব্যাঙ্কে জানালে তাঁরা সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন তাঁকে। উখড়া চাষাপাড়ার বাসিন্দা অরিজিৎ মণ্ডল (Arijit Mondal)। তিনি অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশে সিভিক ভলান্টিয়ার-এর কাজ করেন। তাঁর অভিযোগ, মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করা মাত্র তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় তিন লক্ষ বাহাত্তর হাজার আটশো টাকা। তিনি জানান, গত সোমবার তাঁর মোবাইলে ‘এনিডেক্স’ নামে একটি অ্যাপস (Apps) ইনস্টল করার অনুরোধ আসে। সেটি ইনস্টল করার পর তাঁর মোবাইল ও আধার নম্বর চাওয়া হয়। সেটি জানানোর কয়েক মিনিটের মধ্যে তাঁর মোবাইল, এটিএম সব ব্লক হয়ে যায়। মোবাইলটি ফের সচল হওয়ার পর মেসেজ ইনবক্স থেকে জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনা। বুধবার উখড়া বাঁকোলা রোডের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় গিয়ে টাকা গায়েবের অভিযোগ জানান অরিজিৎবাবু।

আরও পড়ুন-হস্টেল বন্ধ, পঠন-পাঠন শুরু বিশ্বভারতীতে

Latest article