প্রতিবেদন : কুয়াশার দাপট। বিমান ওঠানামায় সমস্যা। বুধবার সকালে দমদম বিমানবন্দরে (Dumdum Airport) বিমান ওঠানামায় হয় বিরাট সমস্যা। সূত্রের খবর, দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যায়। ফলে কিছুক্ষণ বিমান ওঠানামা করতে পারেনি। পরে বিমানবন্দরে (Dumdum Airport) বিশেষ ব্যবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সকাল সাতটাতেও শহরজুড়ে (Kolkata) ঘন কুয়াশার চাদর। ট্রেন, বিমান চলাচলে ব্যাঘাত লেগে রয়েছে। কুয়াশার তাণ্ডবে শহর, জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছে দুর্ঘটনার খবরও। সকালেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যাচ্ছে যানবাহনগুলিকে। একটু দূরের কোনও কিছুই দৃশ্যমান হচ্ছে না। বহুতলগুলিকে মনে হচ্ছে মেঘে ঢাকা আবছা কোনও বস্তু। এমন পরিস্থিতিতে যানবাহনের গতি নিয়ন্ত্রণের উপর বিশেষভাবে জোর দিয়েছে প্রশাসন। দুর্ঘটনা এড়াতে চলছে নজরদারি।
আরও পড়ুন-অ্যাপস দিয়ে টাকা লোপাট