ব্যুরো রিপোর্ট : এক মাসের মধ্যে ৬ বার বরফের চাদরে ঢাকল দার্জিলিং (Snowfall in Darjeeling)। মঙ্গলবার সন্ধ্যা থেকে টাইগার হিল, সান্দাকফু, সালুতে ফালুট, চটকপুরে তুষারপাত (Snowfall in Darjeeling) শুরু হয়েছে। এ নিয়ে চলতি মরশুমে ছ’বার দার্জিলিংয়ে তুষারপাত হল। তুষারপাত দেখতে পাহাড়ে ভিড় জমাতে শুরু করেছেন অনেকেই। তুষারপাতে ঢেকেছে টাইগার হিলের (Tiger Hill) চূড়াও। বরফে মজেছেন পর্যটক-সহ পাহাড়বাসীরা। বুধবার সকাল থেকেই দার্জিলিংয়ের ম্যাল, সান্দাকফুতে পর্যটকদের যেন পোয়া বারো। বরফ নিয়ে খেলতে দেখা গেল কচিকাঁচাদেরও। উল্লেখ্য, রাজ্য সরকারের তৎপরতায় করোনা মোকাবিলা করা সম্ভব হয়েছে। পাহাড় থেকে জঙ্গল, পর্যটন ফিরেছে স্বাভাবিক ছন্দে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ঘোষণার পরই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন পর্যটকরা।
আরও পড়ুন-স্বনির্ভর গোষ্ঠীদের সবলা মেলা