গতকাল ছিল তৃণমূল কংগ্রেসের সর্বদল বৈঠক। তার পর আনুষ্ঠানিকভাবে ২০ জেলার ১০৮টি পুরসভার ভোটের জন্য আজ, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। শিশির মঞ্চে সাংবাদিক বৈঠক করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। ২৭ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। কলকাতা হাইকোর্টের প্রস্তাব মেনে ২৭ ফেব্রুয়ারিই হবে ভোটগ্রহণ।
আরও পড়ুন-আবারও খুলল স্কুল, স্বাগত জানালেন বিধায়ক নন্দিতা চৌধুরী
গণনার দিনক্ষণ এই বিজ্ঞপ্তি বা সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করা হননি। সৌরভ দাস এই বিষয়ে জানান, ডিএম-এসপি সহ জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর ফলাফলের দিন জানানো হবে। কর্পোরেশন ভোটের মতোই রাজ্য পুলিশ দিয়ে ভোট পরিচালনার ইঙ্গিত দিয়েছে কমিশন। একমাত্র দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোট নেওয়া হবে না। আদালতে একটি মামলা বিচারাধীন বলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোট স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন-বিপথগামী কেন্দ্র, আক্রমণে তৃণমূল সংসদে সোচ্চার সুখেন্দুশেখর রায়
এদিকে, রাজ্যে করোনা সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই রাজনৈতিক দলগুলির প্রচারের বিধি-নিষেধেও মিলেছে ছাড়। জনসভা বা সমাবেশে ২৫০ থেকে বাড়িয়ে ৫০০ জন করা হয়েছে। আরও কিছু নিয়ম শিথিল করা হতে পারে বলো ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের সৌরভ দাস।
গতকাল, বুধবার বিকেলে পুরভোটের প্রস্তুতি নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। সেখানে নির্বাচনী প্রচারের সময় এক ঘণ্টা বাড়ানোর আর্জি জানিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। সেদিকটিও বিবেচনা করে দেখা হচ্ছে কমিশনের তরফে।
আরও পড়ুন-দেশে চিনা পণ্য বয়কট? বাস্তব বলছে অন্য কথা
অন্যদিকে, বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই ২০ জেলার পুরসভা এলাকাগুলিতে চালু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। শুরু হয়ে গেল মনোনয়ন প্রক্রিয়া। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন পেশের পর্ব। মনোনয়ন পত্র স্ক্রুটিনির দিন ধার্য হয়েছে ১০ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি।