আবারও খুলল স্কুল, স্বাগত জানালেন বিধায়ক নন্দিতা চৌধুরী

Must read

গত ৩১ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড বিধি মেনে বাংলায় স্কুল খোলার নির্দেশ দেন। তিনি জানান, আপাতত ৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হবে। সেই নির্দেশ মেনে আজ থেকে খুলল স্কুল। যদিও সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস হবে পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে।

আজ বৃহস্পতিবার দক্ষিণ হাওড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক নন্দিতা চৌধুরী (Nandita Chowdhury) শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ স্কুলে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের হাতে উপহার স্বরূপ তুলে দেন লজেন্স , গোলাপ ফুল ও মাস্ক। নন্দিতা চৌধুরী (Nandita Chowdhury) বলেন, “দীর্ঘদিন পর আজ স্কুল খুলল। ওরা বাড়িতে থেকে বড্ড হাঁপিয়ে উঠেছে। ওদের আজ খুব খুশির দিন। শুধু ওরাই নয় আজ শিক্ষক – শিক্ষিকা সহ আমরাও খুব আনন্দিত। আজ ওদের মুখে হাঁসি দেখে মনে হচ্ছে আমরা সত্যিই করোনা কে জয় করতে পেরেছি।”

আরও পড়ুন – বিপথগামী কেন্দ্র, আক্রমণে তৃণমূল সংসদে সোচ্চার সুখেন্দুশেখর রায় 

স্কুলের প্রধান শিক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ অনেক দিন পর ওদের সাথে দেখা হয়ে ওদের কাছে পেয়ে খুব আনন্দ হচ্ছে। আমরা কোভিড বিধি মেনে পঠনপাঠন চালু করলাম। আজ আমাদের বিধায়ক ম্যাডাম আমার স্কুলের ছাত্রদের স্বাগত জানালেন এটা ছাত্রদের সাথে সাথে আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছেও গর্বের।”

Latest article