মানস দাস, মালদহ : পুলিশ (West Bengal Police) মানুষের বন্ধু। এই বার্তা নিয়ে পুলিশই যাচ্ছে সাধারণ মানুষের কাছে। মহল্লায়-মহল্লায় চলছে পাড়া-বৈঠক ও চা-বৈঠক। এখানে এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হচ্ছে। থাকছেন সাধারণ মানুষও। ইতিমধ্যেই মালদহ জেলার ১৬টি থানায় পুলিশের (West Bengal Police) উদ্যোগে শুরু হয়েছে এই কর্মসূচি। জেলার ১৪৬টি গ্রাম পঞ্চায়েতে লাগাতার এই জনসংযোগ কর্মসূচি চলবে বলে জেলা পুলিশ। এ বিষয়ে মালদহ জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, জনসংযোগ বাড়াতে পুলিশের উদ্যোগে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে পাড়া-বৈঠক। ব্যাপক সাড়া মিলছে। বামনগোলা, হবিবপুর, গাজোল, মোথাবাড়ি, মানিকচক, রতুয়া, কালিয়াচক-সহ প্রতিটি থানা এলাকায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নিয়ম করে বসছে এই বৈঠক। যেখানে এলাকার বিশিষ্টরা ছাড়াও উপস্থিত থাকছেন সমাজের সর্বস্তরের মানুষজন। চলছে নানান বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা। এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।