চাকরিতে অবিলম্বে নিয়োগের নির্দেশ

Must read

প্রতিবেদন : পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চলতি সমস্ত নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ এবং রাজ্য স্বাস্থ্য নিয়োগ কমিশনের হাতে থাকা সমস্ত বকেয়া নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শেষ করারও তিনি নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক এই মর্মে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

আরও পড়ুন – কোনও ব্যাঙ্ক ঋণ না দিলে, সমবায় ব্যাঙ্ক ঋণ দেবে, ব্যাঙ্কগুলিকে বার্তা মমতার 

মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উদ্দেশে তিনি বলেন, ‘‘আমরা যে নিয়োগ করতে বলেছি, সেগুলো তাড়াতাড়ি করুক। হেলথ রিক্রুটমেন্টে বোর্ডে শূন্যপদ থাকলে পূরণ করুক। আমার তো ডাক্তার, নার্স, অফিসার চাই। শূন্যপদ ফেলে রাখা যাবে না।” পরে পিএসসির উপর ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি কর্মসংস্থানের অনুমতি দিয়েছি, ওঁরা বসে আছেন।” বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে কিছুটা ঘুরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের প্রসঙ্গ উত্থাপন করেন ডিজি মনোজ মালব্য। তিনি জানান, ২০১১ সালের ১৯টি পুলিশ জেলা ছিল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে পুলিশ জেলার সংখ্যা। সেইমতো মহকুমার সংখ্যা বেড়েছে। বেড়েছে থানার সংখ্যা।

Latest article