ছ’তলার সিঁড়ির রেলিং থেকে বেসামাল হয়ে পড়ে মৃত্যু হল ৮ বছরের এক শিশুর। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে মালদহ মেডিকেল কলেজের আউটডোর বিল্ডিং-এ (Malda Medical College Hospital)। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট পুলিশ ক্যাম্পের কর্মীরা এসে মৃত শিশুকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। এই ঘটনায় মেডিকেল কলেজের আউটডোরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন – রোগীসহ অ্যাম্বুলেন্স নেমে গেল পুকুরে, বড়সড় পথদুর্ঘটনা বর্ধমানে
জানা গিয়েছে মৃত শিশুর নাম হরষিত সিং (৮)। বাবার নাম বলবীর সিং। বাড়ি বিহারের কাটিহারে। মালদহের বুড়াবুড়িতলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই সিং পরিবার। মেডিকেল কলেজের সামনে একটি ঝালমুড়ির দোকান রয়েছে বলবীরের। এদিন সকালে বাবার সঙ্গে দোকানে এসেছিল ছেলেটি। এরপর অভিভাবকদের অলক্ষ্যেই মেডিকেল কলেজের (Malda Medical College Hospital) আউটডোরের ছ’তলায় উঠে যায় ওই শিশুটি। সেখান থেকে খেলার ছলে সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিয়ে ওপর থেকে তিনতলায় পড়ে মাথায় আঘাত পায়। ঘটনাস্থলেই মৃত্যু ওই শিশুটির।
মৃত শিশুর বাবা জানিয়েছেন, ছেলের মৃগী রোগ ছিল বলে ওকে চোখে চোখেই রাখতাম । এদিন আমার নজর এড়িয়ে ছেলে আউটডোরের ছ’তলায় উঠে যায়। তারপর সেখান থেকেই পড়ে গিয়ে মৃত্যু হয় ছেলের। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল গভীর রাত থেকেই প্রবল ঝড় বৃষ্টি চলছে । যার ফলে আউটডোরে রোগীদের ভিড় ছিল না । এর ফাঁকেই এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে।