রোগীসহ অ্যাম্বুলেন্স নেমে গেল পুকুরে, বড়সড় পথদুর্ঘটনা বর্ধমানে

Must read

স্থানীয়দের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলো অ্যাম্বুলেন্স ও একটি চারচাকা গাড়ি। রুগী নিয়ে অ্যাম্বুলেন্সটি (Ambulance Accident) যাচ্ছিল বর্ধমানের দিকে, পিছনে ছিল একটি চারচাকা গাড়ি। বর্ধমান বোলপুর জাতীয় সড়কের নবাবহাটের ১০৮ মন্দিরের কাছে বোলপুর মুখী একটি গাড়ি বেপরোয়া ভাবে যাওয়ার সময় ডানদিকে চেপে দেয়। ফলে দুর্ঘটনায় হাত থেকে বাঁচতে অ্যাম্বুলেন্সটি (Ambulance Accident) নিজের বাঁদিকে সরে গেলে পুকুরে নেমে যায়। একই অবস্থা হয় পিছনে থাকা যাত্রী বোঝাই চারচাকা গাড়িটিরও।

আরও পড়ুন – রাজ্যপাল- ইস্যু নিয়ে সংসদে আলোচনা চায় না কেন্দ্র, ওয়াকআউট তৃণমূল কংগ্রেস- সহ বিরোধীদের

অ্যাম্বুলেন্সটি পুকুরের ধারে আটকে গেলেও চারচাকাটি একেবারে পুকুরের জলে নেমে যায়। তলিয়ে যেতে বসা চারচাকা গাড়ির আরোহীদের তৎপরতার সঙ্গে উদ্ধার করেন স্থানীয়রা, অ্যাম্বুলেন্সে থাকা রুগী ও লোকজনকেও উদ্ধার করে স্থানীয়রা। পুলিশ সূত্রে জানাগেছে চারচাকা গাড়িতে চারজন আরোহী ছিলেন এবং অ্যাম্বুলেন্সে রুগী সহ তিন জন আরোহী ছিলেন।  তবে সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন সকলেই।

Latest article