প্রতিবেদন : প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বীরসিংহ গ্রামে শুরু হল বিদ্যাসাগর মেলা (Vidyasagar Mela)। তৃণমূল কংগ্রেস পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বিদ্যাসাগর মেলার (Vidyasagar Mela) আয়োজন করা হয়। রবিবার ছিল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শিউলি সাহা, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্না, সহ-সভাপতি দিলীপ মাঝি, জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু-সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠান শুরুর আগে বিদ্যাসাগর ও তাঁর বাবা-মায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কুণাল। বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত এলাকা তথা বিদ্যাসাগরের জন্মস্থান, পাঠশালা, তাঁর প্রতিষ্ঠা করা বিদ্যালয় ঘুরে দেখেন তিনি।
আরও পড়ুন – তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি ভাটপাড়ায়
কুণাল ঘোষ বলেন, অনেকদিন আগে এখানে একবার এসেছিলাম। আজ দেখলাম, কয়েক বছরে কত বদলে গিয়েছে। চূড়ান্ত অবহেলায় পড়ে থাকা বিদ্যাসাগর স্মৃতিমন্দির, স্কুল সব আজ নতুন করে গড়ে উঠেছে। আর এ সবই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বীরসিংহের কথা তো বেশিরভাগ লোকেরই অজানা ছিল। তিনি দায়িত্ব নিয়ে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি গঠন করে এই কর্মযজ্ঞ শুরু করেছিলেন। সেই বীরসিংহ গ্রাম আজ পর্যটকদের কাছেও আকর্ষণীয়। অভিভাবক ও শিক্ষকদের কাছে তিনি আবেদন জানান, তাঁরা ছাত্রছাত্রীদের মেলায় নিয়ে এসে যেন বোঝান, এটা অন্য মেলা থেকে কেন আলাদা। কত প্রতিকূলতাকে জয় করে এই গ্রাম থেকে কলকাতা গিয়ে পড়াশুনো করে তিনি সফল হয়েছিলেন। এটা সম্ভব হয়েছিল শুধু তাঁর জেদ ও অনমনীয় মনোভাবের জন্যই। তাঁর জেদ ও মাথা নত না করার পণকে যে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।