তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি ভাটপাড়ায়

Must read

সংবাদদাতা, ভাটপাড়া : তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ভাটপাড়া (Bhatpara) পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাস। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনি এলাকায়। গুলির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ভাটপাড়া (Bhatpara) থানার পুলিশ।

আরও পড়ুন – নির্বাচনের আগে প্রতিশ্রুতি রাখলেন বিধায়ক

রাজ বিশ্বাসের দাবি, এদিন সকালে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে নিজের এলাকায় প্রচারে বের হন। প্রচারের কাজ শেষ করে রামনগর কলোনি এলাকায় রামনগর যুবক সংঘের উল্টোদিকে দলের অন্য কর্মীদের সঙ্গে বসে কথা বলছিলেন। পাশেই তাঁর চার চাকার গাড়িটি দাঁড় করানো ছিল। এই সময় হঠাৎই উল্টোদিক থেকে একটি কালো রঙের পালসার বাইকে করে দুই অচেনা যুবক মুখ ঢাকা অবস্থায় সেখানে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাসকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতীদের একজন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রার্থীর গাড়ির বাঁদিকের কাচ ভেদ করে ঢুকে যায়। দুষ্কৃতীরা ফের গুলি চালানোর চেষ্টা করলেও তাদের আগ্নেয়াস্ত্র থেকে আর গুলি বের হয়নি। আক্রান্ত তৃণমূল প্রার্থী রাজ বিশ্বাস বলেন, ‘‘দেওয়াল লিখে‌, প্রচারের কাজ সেরে রামনগর কলোনির যুবক সংঘের মাঠে বসে কথা বলছিলাম। তখনই আমাকে খুনের চেষ্টা করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।”

Latest article