ডায়মন্ড হারবারে তৃণমূলের প্রচার তুঙ্গে

Must read

সুস্মিতা মণ্ডল, ডায়মন্ড হারবার :‌ প্রার্থীদের নাম ঘোষণার পরেই জোরকদমে প্রচারে নেমে পড়লেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ১৬টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থীরা। চলছে দেওয়াল লিখন, পাড়া বৈঠক ও বাড়ি বাড়ি ঘুরে প্রচার। এবারের প্রার্থীতালিকায় পুরনোদের পাশাপাশি নতুনদেরও সুযোগ করে দেওয়া হয়েছে। বিদায়ী পুরবোর্ডের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান প্রণব দাস এবারও লড়াই করছেন। তবে তিনি পাঁচ নম্বর ওয়ার্ডের পরিবর্তে বারো নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। ভাইস চেয়ারম্যান দেবকী হালদার পনেরো নম্বর ওয়ার্ডের পরিবর্তে ষোলো নম্বর ওয়ার্ড থেকে লড়াই করছেন। বিদায়ী বোর্ডের সদস্য তথা প্রশাসকমণ্ডলীর সদস্য রাজর্ষি দাসের ওয়ার্ড পরিবর্তন হয়েছে। তিনি চার নম্বর ওয়ার্ড থেকে লড়াই করছেন।

আরও পড়ুন – নির্বাচনের আগে প্রতিশ্রুতি রাখলেন বিধায়ক

শহর তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি অমিত সাহা এবার প্রথম প্রার্থী হয়েছেন। তিনি লড়াই করছেন তেরো নম্বর ওয়ার্ড থেকে। বিদায়ী সদস্য পীযূষকান্তি বারিক এবারও লড়াই করছেন। তিনি পনেরো নম্বর ওয়ার্ড থেকে লড়াই করছেন। এছাড়া প্রার্থীতালিকায় কমবয়সিদের সুযোগ দেওয়া হয়েছে। প্রার্থীদের মধ্যে আছেন একজন চিকিৎসকও আছেন। ডাঃ তমাল হালদার সাত নম্বর ওয়ার্ড থেকে লড়াই করছেন। ডায়মন্ড হারবার পুরসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা— ওয়ার্ড-‌১ দিব্যেন্দু হালদার, ওয়ার্ড-‌২ মঞ্জু মণ্ডল, ওয়ার্ড-‌৩ শুভ্রা হালদার, ওয়ার্ড-‌৪ রাজর্ষি দাস, ওয়ার্ড-‌৫ মৌমিতা দাস, ওয়ার্ড-‌৬ রূপালি ভট্টাচার্য পাত্র, ওয়ার্ড-‌৭ ডাঃ তমাল হালদার, ওয়ার্ড-‌৮ মৃদুল হালদার, ওয়ার্ড-‌৯ স্বপন দাস, ওয়ার্ড-‌১০ মীরা হালদার, ওয়ার্ড-‌১১ অলোক হালদার, ওয়ার্ড-‌১২ প্রণব দাস, ওয়ার্ড-‌১৩ অমিত সাহা, ওয়ার্ড-১৪ পূজা সাহা, ওয়ার্ড-‌১৫ পীযূষকান্তি বারিক, ওয়ার্ড-‌১৬ দেবকী হালদার।‌

Latest article