সরস্বতী পুজোয় দৃষ্টিহীনদের পাশে কৃষ্ণা

Must read

প্রতিবেদন : শেষ পর্যায়ের নির্বাচনী প্রচারে তুমুল ব্যস্ততা। তবুও সরস্বতী পুজোর সন্ধ্যাটা দৃষ্টিহীন মহিলাদের সঙ্গেই কাটালেন বিধাননগরের প্রাক্তন মেয়র এবং এবারেরও তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। তাঁকে কেন্দ্র করে রীতিমতো জমে উঠল দৃষ্টিহীন মহিলাদের স্বনির্ভরতা অর্জনের প্রশিক্ষণ কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা। সল্টলেকের ‘ওয়ার্কশপ ফর দ্য ব্লাইন্ড’ আয়োজন করেছিল বাগদেবীর আরাধনার। উদ্যোক্তাদের আমন্ত্রণপত্রটা আসলে হৃদয় স্পর্শ করে গিয়েছিল কৃষ্ণার (Krishna Chakraborty)।

আরও পড়ুন – তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি ভাটপাড়ায়

তাতে লেখা ছিল – ‘সরস্বতী ঠাকুর কেমন দেখতে আমরা জানি না। সরস্বতী পুজোর প্রধান ফুল গাঁদা কেমন দেখতে তাও জানি না। তবে কেবল স্পর্শ করে বুঝতে পারি। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই বলে। কুল কেমন দেখতে আমরা জানি না— আমরা কেবল অনুভব করতে পারি। আমরা ভিন্নভাবে সক্ষম, আমরা দৃষ্টিহীন।’ তবুও হৃদয় দিয়ে পুজোর আয়োজন করেছিলেন তাঁরা। ভোগপ্রসাদে অতিথি আপ্যায়নেও ছিল আন্তরিকতার উষ্ণ ছোঁয়া। অভূতপূর্ব অভিজ্ঞতায় আপ্লুত প্রাক্তন মেয়র। দৃষ্টিহীন মহিলাদের পিঠে হাত রেখে কৃষ্ণা চক্রবর্তী বললেন, ‘‘তোমরা হৃদয় দিয়েই এমন করে দেবীর আরাধনা করো।” এ কথা শুনে আনন্দে আত্মহারা প্রশিক্ষণ কেন্দ্রের পুজোর উদ্যোক্তারা।

Latest article