সুমন তালুকদার, বারাসত : অবশেষে পুর নির্বাচনে প্রার্থীর খোঁজে নেমেছেন বিজেপি (BJP) নেতারা। তাতেও সাড়া মিলছে না। এমনকী ড্রপ বক্স বসিয়েও প্রার্থী পাচ্ছে না বিজেপি। আর ড্রপ বক্সে যাঁরা আবেদন করেছেন তাঁরা প্রার্থী হওয়ার যোগ্যই নয়। এখন হতাশ বিজেপি নেতারা। শুধু বারাসতই নয়, গোটা জেলার চিত্রটাই এখন এমন। নাম প্রকাশে অনিচ্ছুক বারাসতের বিজেপি (BJP) নেতাদের দাবি ড্রপ বক্সে যে নাম পড়েছে তা ‘কাঁচা বাদাম’-এর মতো। যাদের কোনও রাজনৈতিক পরিচিতি, দক্ষতা নেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, একে একে জেলার সব প্রথম সারির বিজেপি নেতারা যেভাবে বিদ্রোহ ঘোষণা করেছেন তাতেই এই ছবি উঠে আসছে। বিজেপি ক্রমশ আস্থা হারাচ্ছে। সাধারণ ভোটার ও মতুয়ারাই এবারের পুরভোটে বুঝিয়ে দেবেন বিজেপি নয় তৃণমূলই তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ।