সুরসম্রাজ্ঞীর স্মরণে পদযাত্রা

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) কে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পদযাত্রা করলেন শহরের শিল্পীরা। সেই পদযাত্রায় পা মেলাল তৃণমূল কংগ্রেস। সোমবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে কিংবদন্তি গায়িকার স্মরণে পদযাত্রার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। শোকের আবহে কালো পোশাক পরে স্মরণমিছিলে হাঁটেন মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেব, বিধায়ক তথা চিত্রপরিচালক রাজ চক্রবর্তী। লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর গাওয়া গান গেয়ে পদযাত্রা বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়। হাসমিচকে শেষ হয়। সুরসম্রাজ্ঞীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ বিধায়ক রাজ চক্রবর্তী ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এদিন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের সঙ্গে শিলিগুড়িবাসীও।

আরও পড়ুন – রবীন্দ্রসদনে সুরের সরস্বতীকে শ্রদ্ধা

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে আমরা শোকাহত। যতদিন সূর্য চন্দ্র তারা থাকবে ততদিন আর লতা মঙ্গেশকরের মতো সংগীতশিল্পী আর পাওয়া যাবে না। দেশের সংগীতশিল্পীরা তাঁর কাছে ঋণী হয়ে থাকবেন।” বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, ‘‘আমরা শোকাহত লতা মঙ্গেশকরের মৃত্যুতে। তিনি অনেক গান উপহার দিয়ে গেলেন, যা থেকে যাবে চিরজীবন।” শিলিগুড়ির আকাশে-বাতাসে শোকের ছায়া। কোকিলকণ্ঠীকে স্মরণ করে শহরের প্রতিটি জায়গায় বাজে তাঁর গান। তাঁর সৃষ্টি বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।

Latest article