রাজ্যপালের বিরোধিতায় সংসদে ফের সরব সৌগত

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : বাংলার রাজ্যপালের এক্তিয়ার বহির্ভূত পদক্ষেপ নিয়ে সংসদে ফের সরব হলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ সৌগত রায়। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কাছেও রাজ্যপাল বদলের দাবি জানান। সোমবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে জিরো আওয়ারে ফের সরব হন তৃণমূল সাংসদ। তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, পাঞ্জাবের মতো বিরোধী শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালরা রাজ্য সরাসরি প্রশাসনের কাজে হস্তক্ষেপ করছেন। কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে বারে বারে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছেন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও এই বিষয়ে হস্তক্ষেপ করার দাবি তোলে তৃণমূল (Trinamool Congress)।

আরও পড়ুন – বিরোধী-শূন্যের ডাক দিয়ে মনোনয়ন পেশ তৃণমূলের

সৌগত রায়ের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীই রাজ্যপালদের নিয়োগকর্তা। তাই দিল্লি এলে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপালরা। স্বরাষ্ট্রমন্ত্রীকে তৃণমূল সাংসদ বলেন, তিনি যেন রাজ্যপালদের রাজ্যের কাজে হস্তক্ষেপ করতে নিষেধ করেন। প্রসঙ্গত, চলতি বাজেট অধিবেশনে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিরোধী শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালদের ভূমিকা। সস্প্রতি তামিলনাড়ু বিধানসভায় পাশ করানো নিট পরীক্ষা সংক্রান্ত বিল ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল। তা নিয়ে সংসদে প্রবল হট্টগোল হয় এবং শেষপর্যন্ত ওয়াকআউট করে ডিএমকে, তৃণমূল, কংগ্রেস সহ বিরোধী শিবির। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে সৌগত রায় বলেন, কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ করা রাজ্যপালদের মাধ্যমে সরাসরি রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে। একাধিক বিলে বাংলার রাজ্যপাল সই না করায় ব্যাহত হচ্ছে রাজ্যের কাজকর্ম। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ-সহ বিরোধী শাসিত রাজ্যগুলি এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। রাজ্যপালরা পুলিশ অফিসার, মুখ্যসচিবদের ডেকে পাঠাচ্ছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হওয়া বিলে রাজ্যপাল সই করছেন না। কেন্দ্র-রাজ্য সম্পর্ক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি। তা নষ্ট করে সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন রাজ্যপাল।

Latest article