প্রকাশ্যে আসছে দুর্নীতি, ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে বামদুর্গ, বাম প্রার্থী তৃণমূলে

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : প্রার্থী ঘোষণার পরই বামেদের বিধি বাম। নির্বাচন শুরুর আগেই ধূসর হল লাল রং। আলিপুরদুয়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোষিত বাম প্রার্থী সদলবলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ারে পুরভোট নিয়ে চলা তৃণমূল কংগ্রেসের বৈঠকে গিয়েই দলীয় পতাকা হাতে তুলে নেন ৮ নম্বর ওয়ার্ডের ঘোষিত বাম প্রার্থী সেবিকা মণ্ডল।

আরও পড়ুন – বিরোধী-শূন্যের ডাক দিয়ে মনোনয়ন পেশ তৃণমূলের

উন্নয়নের পতাকা হাতে ধরে তিনি বলেন, “যেখানেই যাচ্ছি মানুষ সিপিআই নেতা, এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুভাষ করচৌধুরির ঘরের নাম করে টাকা নেওয়ার দুর্নীতির কথা জিজ্ঞেস করছেন। এ-ছাড়া দুর্নীতিগ্রস্ত বামেদের প্রার্থী হয়ে নিজের সম্মান নষ্ট করতে চাইনি। তাই আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোর জন্যই তৃণমূলে যোগ দিলাম। বাম প্রার্থী এবার আট নম্বর ওয়ার্ডে সুবিধা করতে পারবেন না।” তাঁর সঙ্গে তাঁর স্বামী সমর বিশ্বাস-সহ এলাকার প্রায় ৫০ জন বাম সমর্থক তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দেন। বিগত দিনে এই ওয়ার্ডে সিপিআই কাউন্সিলর ছিলেন সুভাষ করচৌধুরি।

উল্লেখ্য, আলিপুরদুয়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিগত কাউন্সিলর সিপিআই দলের সুভাষ করচৌধুরির বিরুদ্ধে তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে বাংলা আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে প্রচুর টাকা তোলার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে অনেকদিন ধরে ৮ নম্বর ওয়ার্ডের রাজনীতি সরগরম। এরই মধ্যে এই ওয়ার্ডের দলের ঘোষিত প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় রাজনীতি মহলে বামেদের দুর্নীতি নিয়ে আলোচনা আরও অন্য মাত্রা পেল। এ-প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, “গরিব মানুষদের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বাম কাউন্সিলরের বিরুদ্ধে। তাই মানুষ এবার ওই ওয়ার্ডে সিপিআইকে একটিও ভোট দেবে না। তাই উন্নয়নের শরিক হতে চেয়ে সিপিআই দলের ঘোষিত প্রার্থী সেবিকা মণ্ডল যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।”

Latest article