জলপথে পরিষেবা দেবে ‘ভ্যাকসিন নৌকা’

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার : এবার জলেও মিলবে পরিষেবা। করোনা মোকাবিলা করতে ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। তাই জলপথের উপর নির্ভরশীল এলাকাগুলির জন্য নৌকা ভ্যাকসিন চালু হল সুন্দরবনে (Sundarban)। সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা বিডিও জেটিঘাটে রাজ্য সরকার, কেয়ার ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ ভ্যাকসিন নৌকার সূচনা হল। উদ্বোধন করেন গোসাবা ব্লকের বিএমওএইচ ইন্দ্রনীল বর্গি, গোসাবার জয়েন্ট বিডিও মইদুল ইসলাম। ছিলেন কেয়ার ইন্ডিয়ার প্রতিনিধি বাসব রুজ প্রমুখ। সুন্দরবনের (Sundarban) গোসাবা ব্লকের ৯টি দ্বীপ জলপথের উপর নির্ভরশীল। ফলে এই ভ্যাকসিন নৌকার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় উপকৃত হবেন সাধারণ মানুষজন।

আরও পড়ুন – রাজারহাটে আরও উন্নয়ন

এছাড়াও সব ধরনের স্বাস্থ্য পরিষেবা পাবে এই মোবাইল ভ্যাকসিন নৌকায়। পাশাপাশি ক্লিনিকের পরিষেবা থাকছে এই ভ্যাকসিন নৌকায়। গোসাবা ব্লকের বিএমওএইচ ইন্দ্রনীল বর্গি বলেন, ‘‘এই ব্লকে প্রায় ৯০ শতাংশ ইন্টার প্রথম টিকা এবং ৮০ শতাংশের দ্বিতীয় টিকা হয়ে গিয়েছে। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ভ্যাকসিনেশনের কাজ দ্রুততার সঙ্গে চলছে। তবে এই ব্লকের ৯টি দ্বীপ জলপথের উপর নির্ভরশীল। তাই ভ্যাকসিন নৌকার ফলে উপকৃত হবেন বাসিন্দারা। এরসঙ্গে সকলকে টিকার আওতাভুক্ত করা সুবিধাজনক হবে।”

Latest article