হ্যাকারদের নিশানা

আমেরিকার প্রথম সারির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-সহ একাধিক সংবাদ সংস্থার সার্ভারে হানা দিয়ে সাংবাদিকদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে খবর।

Must read

এবার সংবাদমাধ্যমকেও নিশানা করল হ্যাকাররা। আমেরিকার প্রথম সারির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-সহ একাধিক সংবাদ সংস্থার সার্ভারে হানা দিয়ে সাংবাদিকদের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে খবর। মার্কিন গোয়েন্দা বিভাগ মনে করছে, এই হামলার নেপথ্যে রয়েছে চিনের হ্যাকাররা। ওয়াল স্ট্রিট জার্নাল ছাড়াও নিউ ইয়র্ক পোস্ট এবং ডাও জনসের সিস্টেমে হ্যাকাররা হামলা করেছে।

আরও পড়ুন-জলপথে পরিষেবা দেবে ‘ভ্যাকসিন নৌকা’

জানা গিয়েছে, বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের সার্ভারে হ্যাকাররা এই হামলা চালিয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। হামলা চালিয়ে সাংবাদিকদের বিভিন্ন ইমেল এবং গুগল ডকস থেকেও বেশ কিছু গোপন তথ্য সংগ্রহ করে নিয়েছে হ্যাকাররা। মার্কিন সংবাদমাধ্যমের সংগঠন নিউজ কর্প জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে মনে করা হচ্ছে, এই হামলার পেছনে কোনও বিদেশি সরকারের হাত রয়েছে। এর আগে ২০১৩ সালেও ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসের সিস্টেমে হ্যাকাররা হামলা চালিয়েছিল। সেবারও অভিযোগ উঠেছিল চিনা হ্যাকারদের বিরুদ্ধে।

Latest article