জরুরি অবস্থা জারি

এক সপ্তাহ আগে এই বিক্ষোভ শুরু হলেও প্রতিদিনেই তার মাত্রা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কানাডার রাজধানী অটোয়ায় জারি হল জরুরি অবস্থা।

Must read

করোনা সংক্রান্ত বিধিনিষেধ এবং টিকাকরণ বাধ্যতামূলক করার প্রতিবাদে ৩০ জানুয়ারি থেকে কানাডার রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন ট্রাকচালকরা। এক সপ্তাহ আগে এই বিক্ষোভ শুরু হলেও প্রতিদিনেই তার মাত্রা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কানাডার রাজধানী অটোয়ায় জারি হল জরুরি অবস্থা।

আরও পড়ুন-হ্যাকারদের নিশানা

উল্লেখ্য, অটোয়ার মেয়র জিম ওয়াটসন জানিয়েছেন, যে সমস্ত ট্রাকচালক এখনও টিকা নেননি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ফেরার পর তাঁদের বাধ্যতামূলক এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। মেয়রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পথে নামে টিকা ও লকডাউন বিরোধীরা। তাদের পাশে এসে দাঁড়ান ট্রাকচালকরা। ট্রাকচালকদের এক টানা অবরোধের ফলে রাজধানী অটোয়া-সহ অন্যান্য শহরেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। মানুষের দৈনন্দিন জীবনেও দেখা দিয়েছে বিশেষ সমস্যা। এই পরিস্থিতির মোকাবিলা করতেই মেয়র জারি করেছেন জরুরি অবস্থা

Latest article