বিধাননগরে ফাইনাল রাউন্ড

Must read

সৌম্য সিংহ : জনসংযোগের ক্ষেত্রে এ অবশ্যই এক ব্যতিক্রমী ভাবনা। অভিনব আইডিয়া। বিধাননগরে (Bidhannagar) বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের হাতে ভোটার স্লিপ তুলে দিচ্ছেন তৃণমূল প্রার্থীরা। প্রার্থী নিজের হাতে ভোটার স্লিপ পৌঁছে দেওয়ায় অভিভূত এলাকার বাসিন্দারা। নির্বাচনের দিন কয়েক আগে ভোটার স্লিপ বিলি করেন সাধারণত বুথস্তরের কর্মীরাই। সব দলের ক্ষেত্রেই সব জায়গাতেই এটাই প্রচলিত রীতি। কিন্তু দীর্ঘদিনের এই রীতি ভেঙে নিঃসন্দেহে এক অনন্য নজির গড়লেন বিধাননগরের (Bidhannagar) তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। প্রাক্তন মেয়র এবং এবারেরও হেভিওয়েট প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী তাঁর ২৯ নম্বর ওয়ার্ডে এখন ফাইনাল রাউন্ডের প্রচারে ব্যস্ত। ভোটার স্লিপ হাতে নিয়ে নিজে পৌঁছে যাচ্ছেন দরজায় দরজায়। হাসিমুখে তুলে দিচ্ছেন ভোটারদের হাতে। তাঁর কথায়, ‘‘ডোর-টু-ডোর ক্যাম্পেন সারা হয়ে গেছে অনেক আগেই। কিন্তু মানুষের কাছে সশরীরে হাজির হয়ে নিজের হাতে ভোটার স্লিপ তুলে দেওয়ার তাৎপর্যটাই আলাদা।”

Latest article