লতার ছবি নিয়ে মনোনয়ন

Must read

দেবর্ষি মজুমদার, বীরভূম : মঙ্গলবার সমস্ত পুরসভার তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা পড়ল। তারমধ্যে একমাত্র রামপুরহাটের আঠারোটি ওয়ার্ডের আঠারোতেই আজ মনোনয়ন জমা পড়ল। ঢাক-ঢোল বাজিয়ে নাচতে নাচতে কর্মী-সমর্থকরা প্রার্থীদের সঙ্গে মহকুমা প্রশাসনিক ভবনের গেট পর্যন্ত আসেন। তার পর এক এক করে সব প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা হওয়ার পর তৃণমূল (Trinamool Congress) বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও মজবুত সংগঠনের জেরেই মানুষের এত উদ্দীপনা। এখানে বিরোধী দল বলে কাউকেই চোখে পড়ছে না।

আরও পড়ুন – বিধাননগরে ফাইনাল রাউন্ড

সাঁইথিয়া পুরসভায় চারজন তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান শহর তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি দেবাশিস সাহা। তিনি বলেন, বাকিদের কাল হবে। সিউড়িতেও একই উন্মাদনা লক্ষ্য করা যায়। তৃণমূল প্রার্থীরা স্থানীয় মন্দির ও মাজারে মাথা ঠেকিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। সিউড়ি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মহম্মদ সফি বলেন, ২১টি ওয়ার্ডের মধ্যে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

Latest article