মিতা নন্দী, ঝাড়গ্রাম : বাজনা বাজিয়ে মিছিল করে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ঝাড়গ্রামে মনোনয়নপত্র দাখিল করলেন। মনোনয়ন দাখিলের প্রথমদিন এদিন দলের ১৮ জন প্রার্থী ঝাড়গ্রাম মহকুমা শাসক তথা পুর র্নির্বাচনের রিটার্নিং অফিসার বাবুলাল মাহাতর কাছে মনোনয়নপত্র জমা দেন। সোমবার দলের ৯ জন প্রার্থীর মনোনয়ন সংক্রান্ত কাজকর্ম শেষ হয়েছিল। বাকি যাঁরা ছিলেন তাঁদের এদিন মনোনয়ন দাখিলের জন্য প্রয়োজনীয় নথিপত্রের কাজকর্ম চলছিল।
আরও পড়ুন-বামেদের বিঁধলেন ফিরহাদ
কাজ শেষ হওয়ার পর তৃণমূলের ১৮ জন প্রার্থীকে নিয়ে বাজনা বাজিয়ে মিছিল শুরু হয় ঝাড়গ্রাম শহরে মেয়েদের সরকারি স্কুল রানি বিনোদমঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের কাছ থেকে। মিছিলে প্রার্থীদের নিয়ে পুরোভাগে ছিলেন জেলা সভাপতি দেবনাথ হাঁসদা, সহসভাপতি প্রসূন ষড়ঙ্গি সহ জেলা তৃণমূলের নেতারা। মিছিল শহরের প্রধান সড়ক দিয়ে পাঁচ মাথার মোড় দিয়ে শিবমন্দির মোড় হয়ে কোর্ট রোড ধরে নেতাজি মুর্তির পাদদেশে এসে শেষ হয়। সেখান থেকে ফের প্রার্থীদের মনোনয়নপত্র ফেডারেশন অফিসে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়। দেখা হয় কোথাও ভুলত্রুটি আছে কি না। ফাইনাল চেকিং-এর পর সেখান থেকে তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র নিয়ে মহকুমা শাসকের অফিসে ঢোকেন। যে যাঁর মনোনয়নপত্র জমা দেন। এরপর ফেরেন।
আরও পড়ুন-পাট্টা দেবেন মুখ্যমন্ত্রী
তৃণমূলের জেলা সহসভাপতি প্রসূন ষড়ঙ্গি বলেন, ‘‘আমাদের সব প্রার্থী এদিন মনোনয়ন দাখিল করেছেন। এবার প্রচার ছাড়া আর কিছু ভাবছি না। প্রথম দফায় নতুন মুখের প্রার্থীদের বাড়ি বাড়ি নিয়ে গিয়ে প্রচার করার সিদ্ধান্ত হয়েছে। দেওয়াল লিখন, ফ্লেক্স, ফেস্টুনের পাশাপাশি জোর দেওয়া হয়েছে বাড়ি বাড়ি প্রচারে। আমরা সবাই ১৮-০ করার লক্ষ্যকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়ছি।” প্রসঙ্গত, ঝাড়গ্রাম পুরসভায় মোট ১৮টি ওয়ার্ড। ৫২,৫০০জন নির্বাচক ১৮ জন প্রতিনিধি নির্বাচিত করবেন।