আইপিএল নিলাম নিয়ে ভাবছি না : যশ

এদিকে, ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম রয়েছে। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের অনেকেই দশ ফ্র্যাঞ্চাইজির নজরে আছেন।

Must read

বেঙ্গালুরু, ৮ ফেব্রুয়ারি : দেশে ফিরলেন যশ ঢুল, রাজ বাওয়ারা। অ্যান্টিগা থেকে প্রায় ৩৬ ঘণ্টার বিমানযাত্রা শেষে মঙ্গলবার ওঁরা পা রাখলেন বেঙ্গালুরুতে। বিমানবন্দরেই অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের অভিনন্দন জানানো
হয়েছে। বোর্ডের আসল অনুষ্ঠান বুধবার আমেদাবাদে।
অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে পঞ্চমবার বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনালে রাজ পাঁচটি ও রবি কুমার চারটি উইকেট নেন।

আরও পড়ুন-ঝাড়গ্রামে উৎসবের মেজাজে মনোনয়ন পেশ

আইসিসি বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের ট্রাভেল শিডিউলের ব্যবস্থা করায় যশ-সহ গোটা দলকে ইকোনমি ক্লাসে অ্যান্টিগা থেকে আমস্টারডাম ও দুবাই হয়ে বেঙ্গালুরুতে পা রাখতে হয়েছে। পরে তাঁরা আমেদাবাদে যান। যেখানে বুধবার তাঁদের সংবর্ধনা রয়েছে। দলের সঙ্গে থাকা এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ, পাঁচ নির্বাচক ও অতিরিক্ত ক্রিকেটারদের জন্য ফেরার অন্য ব্যবস্থা ছিল।

এদিকে, ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম রয়েছে। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের অনেকেই দশ ফ্র্যাঞ্চাইজির নজরে আছেন। অধিনায়ক যশ যার অন্যতম। তবে তিনি বলেছেন, আইপিএল নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছেন না। বরং অপেক্ষা করে আছেন কখন দিল্লির বাড়িতে ফিরে দাদু জগৎ সিংয়ের ছবির সামনে বিশ্বকাপের প্রতিকৃতি রাখতে পারবেন। এই দাদুই হাত ধরে ৯ বছর বয়সে যশকে ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ে গিয়েছিলেন। যশের দাবি, আজ যেটুকু হয়েছেন সেটা দাদুর জন্যই।

Latest article