অনন্ত গুছাইত, নয়াদিল্লি : কর্মরত সাংবাদিকদের সরকারি স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কঠোর শর্ত বেঁধে দিল কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রেস ইনফরমেশন ব্যুরো দ্বারা ঘোষিত এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক কর্তৃক প্রণীত নতুন স্বীকৃতি নীতিতে বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আঘাত, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি বা ক্ষতিকর অপরাধে প্ররোচনা-সহ নানা বিষয়ের ভিত্তিতে একজন সাংবাদিক সরকারি স্বীকৃতি হারাতে পারেন। ২০১৩ সালে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা শেষ নীতিতে এই ধরনের কোনও মানদণ্ড উল্লেখ করা ছিল না। মোদি সরকার সংবাদমাধ্যমকে নিজেদের তাঁবে আনতেই নানা শর্ত চাপিয়ে সাংবাদিকদের ফাঁসে আটকাতে চাইছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
আরও পড়ুন-জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিল করা নিয়ে এদিন ধুন্ধুমার
কেন্দ্রের নতুন নীতিমালায় দশটি পয়েন্ট রয়েছে। এর মধ্যে একটিতে উল্লেখ করা হয়েছে, যদি একজন সাংবাদিককে গুরুতর অপরাধের জন্য অভিযুক্ত করা হয় তবে স্বীকৃতি স্থগিত করা যেতে পারে। স্বীকৃতি স্থগিত করার অন্যান্য শর্তগুলির মধ্যে রয়েছে অ-সাংবাদিক কার্যকলাপ, মিথ্যা তথ্য দেওয়া, কর্মরত সাংবাদিকের নিয়োগকারী সংস্থা বন্ধ হয়ে যাওয়া বা সাংবাদিকের চাকরি ত্যাগের মতো বিষয়।