আবার বিক্ষোভের মুখে বিজেপি নেতা সায়ন্তন বসু। উত্তর ২৪ পরগনার খড়দহে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিতে গেলে তাঁকে বাধা দেন স্থানীয়রা। এছাড়াও খড়দহের ফেরিঘাট এলাকায় বিজেপি নেতা পৌঁছলেই বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। সায়ন্তন বসুর উদ্দেশে কালো পতাকা দেখানো হয়। তাঁকে ঘিরে ”গো ব্যাক” স্লোগান দেওয়া হয়। এরপরই শুরু হয় দু’পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তিও। রবীন্দ্রনাথের মূর্তি ঘিরে রাখেন তৃণমূল কর্মীরা। অবশেষে মালা না দিয়ে ফিরে যেতে বাধ্য হন বিজেপি নেতা।
আরও পড়ুন-ফের পিছলো পেগাসাস মামলার শুনানি, সুপ্রিম কোর্টের কাছে সময় চাইল কেন্দ্র
স্থানীয়দের একাংশ ও তৃণমূল নেতৃত্বের দাবি, যাঁরা বাঙালির গর্ব, দেশের গর্ব রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতি করে তাঁদের রবীন্দ্রনাথের মূর্তিতে স্পর্শ করা মানায় না। রবীন্দ্রনাথ সম্পর্কে যাঁদের ন্যূনতম ধারণা নেই, যাঁরা রবীন্দ্রনাথের বাড়ি কোথায় সেটা পর্যন্ত জানেন না, যাঁরা কথায় কথায় বাংলার মনীষীদের অপমান করেন, তাঁরা রাজনীতি করতে এসেছেন রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দেওয়ার নাম করে। বাংলার মনীষীদের স্পর্শ করার কোনও অধিকার নেই এদের। তাই বিজেপি নেতা সায়ন্তন বসুকে মালা দিতে বাধা দেওয়া হয়েছে।