পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণ নিয়ে সংসদে সোচ্চার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

দেশের পঞ্চায়েত ব্যবস্থায় মহিলারা যাতে আরও বেশি করে অংশ নিতে পারে সে বিষয়ে তৃণমূল কংগ্রেস বরাবরই সচেষ্ট। পঞ্চায়েতের ক্ষেত্রে গোটা দেশে মহিলাদের অংশগ্রহণ যাতে বাড়ে তা নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক লিখিত প্রশ্নে দেশের পঞ্চায়েতীরাজ মন্ত্রীর কাছে তিনি জানতে চান, বর্তমানে পঞ্চায়েত ব্যবস্থায় কত শতাংশ মহিলা যুক্ত রয়েছেন? পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণ বাড়াতে সরকারের কি কোনও পরিকল্পনা রয়েছে? যদি এ বিষয়ে সরকার কোনও পরিকল্পনা নিয়ে থাকে তবে তা জানানো হোক।

আরও পড়ুন-রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেতা সায়ন্তন বসু

পঞ্চায়েতে মহিলাদের জন্য এখনো পর্যন্ত কি পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে তাও জানতে চান অভিষেক। তৃণমূল সাংসদের এই প্রশ্নের উত্তরে পঞ্চায়েতীরাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল বলেন, সংবিধানের ২৪৩-এর ডি ধারা অনুযায়ী পঞ্চায়েতের মোট আসনের এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত। এর পরেও পশ্চিমবঙ্গ সহ দেশের ২১টি রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করেছে। অন্য রাজ্যগুলি অবশ্য সংবিধানের ২৪৩-ডি ধারা মেনে চলে। মন্ত্রী আরও জানান, সংবিধানের সপ্তম তফসিল অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থা রাজ্য সরকারের অধিকারভুক্ত। তাই সেখানে কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়ভার রাজ্যের উপরেই রয়েছে।

তবে, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলারা যাতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সে ব্যাপারে কেন্দ্র সব সময় উৎসাহ দিয়ে আসছে। পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য অর্থ বরাদ্দ নিয়ে পঞ্চায়েতীরাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অর্থ কমিশনের সুপারিশ মেনেই মহিলাদের জন্য অর্থ বরাদ্দ করা হয়। পঞ্চায়েতীরাজ ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, মহিলারা যাতে বিভিন্ন কাজে আরও বেশি করে অংশ নিতে পারেন সে ব্যাপারে কেন্দ্রীয় অর্থ কমিশন যে সুপারিশ করে তা মেনেই অর্থ বরাদ্দ করা হয়।

আরও পড়ুন-ফের পিছলো পেগাসাস মামলার শুনানি, সুপ্রিম কোর্টের কাছে সময় চাইল কেন্দ্র

এ বিষয়ে মন্ত্রী জানান, চতুর্দশ সেন্ট্রাল ফিনান্স কমিশন ২০১৫-২০ সালের জন্য ২০০২৯২.২০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেছিল। সরকার শেষ পর্যন্ত ওই বছরগুলির জন্য বরাদ্দ করে ১৮৩২৭৮ ৫৪ কোটি টাকা। পঞ্চদশ সেন্ট্রাল ফিনান্স কমিশন ২০২০-২১ সালের জন্য ৬০৭৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছিল। সরকার ওই বছর বরাদ্দ করেছিল ৬০৫৫৯ কোটি টাকা। ২০২১-২৬ এই ৫ বছরের জন্য পঞ্চদশ সেন্ট্রাল ফিনান্স কমিশন ২৩৬৮০৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়। চলতি বছরের ৯ অগাস্ট পর্যন্ত সরকার বরাদ্দ করেছে ৮৯২৩.৮০. কোটি টাকা।

Latest article