প্রতিবেদন : বৃহস্পতিবার থেকে শুরু হল সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) স্মরণে আমন্ত্রণী রাজ্য কবাডি প্রতিযোগিতা। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ময়দানের কবাডি মাঠে চলবে এই টুর্নামেন্ট। পুরুষ এবং মহিলা বিভাগে জেলা ও অফিস মিলিয়ে মোট ৩১টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
আরও পড়ুন – ইডেনে দর্শক আনার চেষ্টা, বোর্ডের অনুমতি চাইল সিএবি
এদিন পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং অ্যামেচার কবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ইউনিটের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী-সহ পুর প্রতিনিধি বিজয় উপাধ্যায়, অর্জুন পুরস্কারপ্রাপ্ত কবাডি খেলোয়াড় মণিকা নাথ, রমা সরকার ও বিশ্বজিৎ পালিত-সহ আরও অনেক বিশিষ্ট অতিথি।