ইডেনে দর্শক আনার চেষ্টা, বোর্ডের অনুমতি চাইল সিএবি

Must read

প্রতিবেদন : ইডেন গার্ডেন্সে (Eden Garden) ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-২০ সিরিজের তিনটি ম্যাচ মাঠে দর্শক রেখে আয়োজন করার ব্যাপারে আশাবাদী সিএবি। বিসিসিআই-এর কাছে সিএবি অনুরোধ করেছে, ভারতীয় দলের তিনটি টি-২০ ম্যাচে ইডেনে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য। সিএবি কর্তারা আশাবাদী, ভারতীয় বোর্ড থেকে ইতিবাচক উত্তর আসবে।

রাজ্য সরকারের কোভিড নির্দেশিকা অনুযায়ী ৭৫ শতাংশ দর্শক না হলেও অন্তত ২০-২৫ শতাংশ মানুষ যাতে ক্রিকেটের নন্দনকাননে রোহিত শর্মা, বিরাট কোহলিদের খেলা উপভোগ করতে পারেন, সেই চেষ্টাই করছেন সিএবি কর্তারা।

ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলতি ওয়ান ডে সিরিজের খেলাগুলি অবশ্য আমেদাবাদে নতুন মোতেরায় ফাঁকা মাঠেই অনুষ্ঠিত হচ্ছে। কারণ, গুজরাট সরকার সেখানে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি। তাছাড়া বোর্ডও কোভিড আবহে কোনও ঝুঁকি নিতে চায়নি। তাই ওয়ান ডে, টি-২০ সিরিজের সব ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও স্পষ্ট করে দিয়েছিলেন, একই সিরিজে দু’রকম জিনিস হতে পারে না। তাই আমেদাবাদ ও কলকাতায় ওয়ান ডে, টি-২০ সিরিজের সব ম্যাচই দর্শকশূন্য মাঠে খেলা হবে। সৌরভ জানিয়েছিলেন, ক্রিকেটার, সাধারণ দর্শক কারও স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে আপোষ করা হবে না।

এদিকে, ইডেন গার্ডেন্সে (Eden Garden) ফ্লাডলাইটের সংস্কার শুরু হচ্ছে। পুরনো আলো বদলে নতুন এলইডি সেস্টেমে আরও উচ্চক্ষমতাসম্পন্ন আলো ব্যবহার করা হবে। ফলে লোডশেডিং হলেও সমস্যা হবে না। খুব দ্রুত ফ্লাডলাইটের আলো জ্বলে উঠবে।

Latest article