আমেদাবাদ, ১০ ফেব্রুয়ারি : এক ম্যাচ বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে নিলেও ভারতীয় দলে (Indian Cricket Team) রবীন্দ্র জাদেজার অভাব প্রচণ্ড অনুভূত হচ্ছে। এমনটাই মনে করছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। দলের টিম কম্বিনেশন এখনও পরীক্ষা- নিরীক্ষার স্তরেই। কারণ, সিনিয়রদের কেউ বিশ্রামে রয়েছেন। কেউ চোট বা অসুস্থতার কারণে দলের বাইরে আছেন। গাভাসকরের মতো ব্যক্তি খুশি নন এই পরীক্ষা-নিরীক্ষায়। যেমন বুধবারের ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন ঋষভ পন্থ। কে এল রাহুল ব্যাট করেন চার নম্বরে। যা দেখে প্রাক্তন ভারত অধিনায়ক (Indian Cricket Team) একেবারেই খুশি নন। সানি বলেছেন, ‘‘পন্থকে ফিনিশারের ভূমিকাটাই দেওয়া উচিত। বিকল্প ছিল না কেন ? রাহুল তো ছিল। কে এল দক্ষিণ আফ্রিকায় ওপেনই করেছিল। আমি অবাক হয়েছি ঋষভ পন্থকে ওপেনিংয়ে দেখে। সব সময় মনে করি ও ছয় বা সাত নম্বরে উপযুক্ত। পন্থের ফিনিশার হওয়া উচিত। রোহিতের সঙ্গে রাহুলের ওপেন করা উচিত। সূর্যকুমার যাদবের চারে ব্যাট করা উচিত। পাঁচে আসুক বরং পন্থ। তারপর ওয়াশিংটন সুন্দর। ভুললে চলবে না, ভারতীয় দল কিন্তু ৭, ৮ নম্বরে রবীন্দ্র জাদেজার অভাব প্রচণ্ড অনুভব করছে।’’ এর পর সানির সংযোজন, ‘‘জাদেজা অনেক রান করে, বড় শট খেলে। দুর্দান্ত ফিল্ডার, বল হাতে উইকেট নেয়। ওর অভাব প্রতি ম্যাচে টের পাচ্ছে দল।’’