গোয়ায় ডবল ইঞ্জিন সরকার কী করেছে? মোদিকে প্রশ্ন

Must read

পানাজি : বিজেপির তথাকথিত ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও বিজেপি গোয়ার মানুষের জন্য কী করেছে? তীব্র কটাক্ষের সুরে প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করলেন তৃণমূল কংগ্রেস ( Trinamool Congress) সাংসদ ও গোয়ায় দলের কো-ইনচার্জ সুস্মিতা দেব (MP Sushmita Dev)। বৃহস্পতিবার গোয়ায় (Goa) সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা বলেন, বিজেপি অনেক প্রতিশ্রুতি দিলেও গোয়ার জন্য কিছুই করেনি। গোয়াবাসী নিজের অভিজ্ঞতা থেকে ঠকে গিয়ে এবার পরিবর্তন চাইছে। মাত্র সাড়ে চার মাসে তৃণমূল কংগ্রেস গোয়ার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। তাঁদের মন জিতে নিয়েছে। গোয়াবাসী বুঝেছেন যে, তৃণমূল কংগ্রেসই ভবিষ্যতে তাঁদের উন্নয়নের দায়িত্ব নেবে। তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখে।

সুস্মিতার (Sushmita Dev) অভিযোগ, গোয়াকে স্মার্টসিটি বানানোর জন্য ৬০৮ কোটি টাকা ধার্য করা হয়েছিল। কিন্তু মাত্র ১৬ কোটি টাকা খরচ করেছে বিজেপি সরকার। তাও শুধু সৌন্দর্যায়নের জন্য। গোয়ায় সীমাহীন দুর্নীতি রোধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কোভিডের সময় অক্সিজেনের অভাবে মাত্র তিনদিনে ৮০ জনের মৃত্যু হয়েছে। তখন কী করছিল বিজেপির ডবল ইঞ্জিন সরকার?

আরও পড়ুন: বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন নয়

গোয়ার তৃণমূল কংগ্রেস নেতা রাজেন্দ্র কাকোদকার বলেন, বিজেপি আর কংগ্রেস হাত মিলিয়ে বিধায়ক কেনাবেচা করেছে। দুর্নীতি করেছে। গোয়ার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেত্রী প্রতিভা বোরকার প্রধানমন্ত্রীকে তাঁর দায়িত্ব মনে করিয়ে দিয়ে বলেন, উনি বেটি বাঁচাও বেটি পড়াও বলেন। কিন্তু গোয়ায় যখন সিদ্ধি নায়েকের মতো অল্পবয়সি মেয়েকে মরতে হয়, আইনশৃঙ্খলা চূড়ান্তভাবে অবহেলিত হয় তখনও গোয়ার মুখ্যমন্ত্রী একটি কথাও বলেন না কেন? সুস্মিতা দেব এদিন বলেন, গোয়ায় তৃণমূল কংগ্রেস জিতলে এখানে অসাম্প্রদায়িক, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা হবে। তৃণমূল কংগ্রেস সরকারের নেতৃত্বে আগামী পাঁচ বছরে গোয়ায় সুশাসন প্রতিষ্ঠিত হবে।

Latest article