সুস্মিতা মণ্ডল, জয়নগর: আগামী কয়েকদিনের জন্য দক্ষিণ ২৪ পরগনার ৩০ তৃণমূল বিধায়কের প্রায় অর্ধেকের ঠিকানা হতে চলেছে জয়নগর। জয়নগর-মজিলপুর পুরসভা দখলে এই বিধায়কদের কাজে লাগাতে চলেছে দল। তৃণমূল সূত্রের খবর, পুরসভার ১৪টি ওয়ার্ডের প্রচারে আসবেন আশপাশের ১৪টি কেন্দ্রের বিধায়করা। এলাকায় থেকে তৃণমূল (Trinamool Congress) প্রার্থীদের হয়ে বাড়ি বাড়ি প্রচার করবেন তাঁরা। গত পুর বোর্ডে এই পুরসভাটি হাতছাড়া হয়েছিল তৃণমূলের। বোর্ড গড়েছিল কংগ্রেস। এবার অধরা পুরবোর্ডে মানুষের আশীর্বাদ চাইছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
সোমবার জয়নগর টাউন হলে প্রার্থী ও দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি যোগরঞ্জন হালদার, স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাস, প্রাক্তন মন্ত্রী তথা কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা-সহ অনেকে। বৈঠক শেষে জেলা সভাপতি জানান, ভোট প্রচারে সুন্দরবন সাংগঠনিক জেলার অন্তর্গত ১৪টি কেন্দ্রের বিধায়ক জয়নগরে আসবেন। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ওয়ার্ডে প্রচার করবেন তাঁরা। এছাড়া জয়নগর ১ ও ২ ব্লক তৃণমূল নেতৃত্বকেও পুরসভা ভোটের প্রচারে কাজে লাগানো হবে
আরও পড়ুন – নজরে চার পুরসভার নির্বাচন, প্রস্তুত প্রশাসন
যোগরঞ্জন বলেন, “জয়নগর-মজিলপুর প্রাচীন পুরসভা। কিন্তু গত কয়েক বছরে এলাকায় তেমন উন্নয়ন নেই। তৃণমূল ক্ষমতায় এলে এলাকার যথার্থ উন্নয়ন হবে। তাই মানুষের স্বার্থে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। সাংগঠনিক জেলার সব বিধায়ক এলাকায় এসে প্রচার করবেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবেন তাঁরা।” এই পুরসভায় তৃণমূলের লড়াই মূলত কংগ্রেসের সঙ্গে।