নজরে চার পুরসভার নির্বাচন, প্রস্তুত প্রশাসন

Must read

প্রতিবেদন : বিধাননগর-সহ রাজ্যের চার পুরসভার ভোটে রাজ্য পুলিশই (West Bengal Police) নিরাপত্তায় থাকছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। এদিন পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে করা জনস্বার্থ মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনকে পরামর্শ দিয়েছিল, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করে চার পুরসভা, বিশেষ করে বিধাননগর পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা হবে তা জানাতে হবে। সেই জনস্বার্থ মামলার শুনানিতে চার পুরসভার ভোটের নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন – শহরজুড়ে নাকা চেকিং, সীমান্ত সিল করা হল শিলিগুড়ির

কমিশন সূত্রে জানানো হয়েছে, বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল পুরভোট রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই করানো হবে। চার পুরভোটে রাজ্য পুলিশের সঙ্গে থাকছে কমান্ডো, ইএফআর, এসটিএফ। তা ছাড়া শুক্রবার থেকে স্পর্শকাতর এলাকা ঘুরে দেখবে সিআইডি ও আইবি। চার পুরসভার ভোটের জন্য আলাদা করে একজন আইজি অফিসার নিয়োগ করা হচ্ছে। যার তত্ত্বাবধানে থাকবে রাজ্য পুলিশ (West Bengal Police)। এ ছাড়া নিযুক্ত হচ্ছেন একজন আইএএস পদমর্যাদার বিশেষ পর্যবেক্ষক। শান্তিপূর্ণ ভোট করাতে হবে, এই মর্মেই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতে মামলা করে বিরোধী দল। যার ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশনের উপরই ভোটের নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নিতে বলে আদালত। যার ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবদের নিয়ে দীর্ঘ বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের কথাই শুক্রবার কলকাতা হাইকোর্টে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব।

Latest article