সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : শহরের রাস্তা মেরামতের কাজ শুরু হল জোরকদমে। কিছুদিন আগেই হাওড়া পুরবোর্ডের বৈঠকে শহরের রাস্তার আমূল সংস্কার করে ঝাঁ চকচকে করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৮ জানুয়ারি হাওড়া (Howrah) পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তীকে ফেসবুক লাইভে শহরের বাসিন্দারা অনেকে রাস্তার অবস্থা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এরপরই তিনি রাস্তা মেরামতের সমস্ত কাজকর্ম দেখাশোনা করার জন্য একটি বিশেষ টিম তৈরি করেন। সেইসঙ্গে রাস্তা সারাইয়ের কাজও দ্রুত শুরু করার নির্দেশ দেন। সেই অনুযায়ী কীভাবে কোন কোন রাস্তা সারানো হবে তার একটি রূপরেখা তৈরি করা হয়। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরদের কাছ থেকে নিজেদের বেহাল রাস্তাঘাটের তালিকা চাওয়া হয়। সেই রিপোর্টের ভিত্তিতে ঠিক হয় যেসব রাস্তাগুলি বেশি ভেঙেচুরে গেছে সেগুলি আগে সারানো হবে। এরপর ধাপে ধাপে সমস্ত রাস্তাই সারানো হবে। সব রাস্তাই পিচের করা হবে। সেই অনুযায়ী এবার রাস্তা সারানোর কাজও শুরু হয়ে গেল। পুরনিগমের ইঞ্জিনিয়র, প্রাক্তন কাউন্সিলর ও প্রশাসকমণ্ডলীর সদস্যরা দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করছেন। এলাকার বাসিন্দাদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। হাওড়া (Howrah) পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান ‘‘চলতি মাসের মধ্যেই খারাপ হয়ে যাওয়া শহরের সমস্ত রাস্তা সারানো হয়ে যাবে। ইতিমধ্যেই রাস্তা মেরামতের কাজ শুরু হয়ে গেছে। শীঘ্রই পুরবাসীকে আমরা ঝাঁ চকচকে রাস্তা উপহার দিতে পারব। একটি বিশেষ টিম তৈরি করে আমরা শহরের রাস্তা মেরামতের সমস্ত কাজকর্ম তদারকি করছি।”