পানিত্রাসের শরৎমেলার থিম হল লোকশিল্প

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : ৫০তম বর্ষের শরৎমেলায় এবার ফুটে উঠেছে বাংলার হরেকরকম লোকশিল্প। হাওড়ার পানিত্রাস স্কুল মাঠে ৮ দিন ব্যাপী চালু হওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত এই মেলায় বাংলার লোকশিল্পগুলিকে তুলে ধরার পাশাপাশি কুটির শিল্পকেও স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি শরৎচন্দ্রের সাহিত্যের বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলার লোকশিল্পীদের যোগ্য মর্যাদা দিয়ে লোকশিল্পের প্রসারে একাধিক পদক্ষেপ নিয়েছেন। সেই উদ্যোগকেই আরও সফল করতে বিষ্ণুপুরের টেরাকোটার কাজ, পুরুলিয়ার ছৌনাচ, বর্ধমানের ঘোড়ানাচ প্রভৃতি লোকশিল্পকে এবারের শরৎমেলায় তুলে ধরা হয়েছে। শরৎ মেলা কমিটির আহ্বায়ক ও বিধায়ক সুকান্ত পাল বলেন, ‘‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্টিতে বাংলার লোকশিল্প বরাবরই বিশেষ গুরুত্ব পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বাংলার লোকশিল্পের প্রসারে সবসময়ই জোর দেন। সেই কারণেই আমরা এই মেলায় লোকশিল্পকে বিশেষ গুরুত্ব দিয়েছি। মেলার প্রবেশের মূল গেট, অনুষ্ঠান মঞ্চে টেরাকোটার নিদর্শন রাখা হয়েছে। সেইসঙ্গে সামতাবেড়ে শরৎচন্দ্রের বসতবাড়ির আদলে মেলা প্রাঙ্গণে একটি বাড়ি করা হয়েছে। সেখানেও বাংলার কুটির শিল্পের ছাপ রয়েছে।’’ মেলায় আসা দর্শকরাও লোকশিল্পের নিদর্শন দেখে উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করছেন।

Latest article