অসীম চট্টোপাধ্যায়, আসানসোল : রাজ্য পুলিশ দিয়েই সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব তা শনিবার প্রমাণ করে দিল ১০৬ ওয়ার্ড বিশিষ্ট আসানসোল (Asansol) পুরসভা। এদিন সকাল থেকেই প্রায় উৎসবের মেজাজে লাইনে দাঁড়ালেন নির্বাচকরা। মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দিনের শেষে ইভিএম-বন্দি হয়ে গেল ৪২৮ জন প্রার্থীর ভাগ্য। বিকেট ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭১.৮৭ শতাংশ। শান্তিতে ভোট করানোর শক্ত চ্যালেঞ্জ নিয়েছিল (Asansol) জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সক্রিয় ছিল পুলিশ-প্রশাসনও। ভোটে বিজেপি ও সিপিএম বহিরাগত দুষ্কৃতী নিয়ে এসে যাতে কোনওরকম ঝামেলা পাকাতে না পারে, তা সুনিশ্চিত করতেই গত কয়েকদিন ধরে আন্তঃরাজ্য সীমানায় চিরুনি তল্লাশি চালানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রতিটি বুথ সিসিটিভির আওতায় মুড়ে ফেলার কারণেও বিজেপি ও সিপিএমের গুন্ডারা তেমন সুবিধা করতে পারেনি। যদিও ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী চৈতালি তেওয়ারির ভাড়াটে গুন্ডাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় পুলিশকর্মীদের। তবে বিরোধীদের প্ররোচনায় পা দেয়নি তৃণমূল কংগ্রেস। অবাধ ভোটের জন্য এলাকাবাসী এবং পুলিশ-প্রশাসনকে ধন্যবাদ জানান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও জেলা তৃণমূল সভাপতি বিধান উপাধ্যায়।