সিদ্ধেশ্বরী কটন মিলে শিল্পতালুক

Must read

সংবাদদাতা, হাওড়া : শ্যামপুরে রাজ্য সরকারের উদ্যোগে টেক্সটাইল হাব গড়ে উঠছে। শনিবার এর সূচনা করলেন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কালীপদ মণ্ডল, শ্যামপুর-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা সহ আরও অনেকে। উলুবেড়িয়া চেম্বার অফ কমার্সের সহযোগিতায় রাজ্য সরকারের উদ্যোগে সিদ্ধেশ্বরী কটন মিলের ক্যাম্পাসের মধ্যে ৫ একর জায়গা জুড়ে গড়ে উঠছে এই টেক্সটাইল হাবটি। এখানে প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। প্রায় ১ হাজার জনের কর্মসংস্থান হবে। এর মধ্যে প্রায় ৫০০ জন মহিলা থাকবেন। এই শিল্পতালুকে ৭-৮টি টেক্সটাইল কারখানা গড়ে উঠবে। পরিকাঠামোর উন্নতি করছে রাজ্য সরকার। বাগনান-শ্যামপুর রোড থেকে অনন্তপুরে ওই শিল্পতালুক পর্যন্ত প্রায় দেড় কিমি রাস্তা নতুন করে পিচের তৈরি করে দেওয়া হবে।

আরও পড়ুন – রেকর্ড পরিযায়ী পাখি সাঁতরাগাছি ঝিলে

এদিন টেক্সটাইল হাব তৈরির কাজের সূচনা করে (Trinamool Congress) পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন, ‘‘এক বছরের মধ্যে এই টেক্সটাইল হাবটি জোরকদমে চালু হয়ে যাবে। এখানকার আর্থ-সামাজিক ছবিটাও অনেক বদলে যাবে।’’ শ্যামপুর-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি (Trinamool Congress) জুলফিকার আলি মোল্লা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় প্রশাসনিক বৈঠক করতে এসে এখানে এই টেক্সটাইল হাবটি তৈরির কথা বলেন। তারপরই এখানে এই শিল্পতালুক তৈরির তোড়জোড় শুরু হয়। এদিন থেকে এই হাব তৈরির কাজ শুরু হয়ে গেল।’’

Latest article