ব্যাঙ্কে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ৩

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম :‌ চিট ফান্ড হোক বা চাকরির নামে প্রতারণা, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন রাজ্যে এসব যে চলবে না, তা মানুষ বুঝে গিয়েছেন। ঝাড়গ্রাম (Jhargram) জেলার বেলপাহাড়িতে ব্যাঙ্কে চাকরির নামে প্রতারণা অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিল। গ্রেফতার হল তিনজন। বেলপাহাড়িতে ২০২১ সালে বন্ধন মাল্টি স্টেট ক্রেডিট সোসাইটি লিমিটেড নামে একটি ব্যাঙ্ক খোলা হয়। আর ব্যাঙ্কটি ওই বছরই ২১ নভেম্বর বন্ধও হয়ে যায়। পরে জানা যায়। ওই ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে নাকি একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীরা পরে জানতে পারেন, যে ব্যাঙ্কে চাকরির জন্য তাঁরা টাকা দিয়েছেন, সেই ব্যাঙ্কটি বন্ধ হয়ে গিয়েছে এবং তাঁরা প্রতারিত হয়েছেন। তাঁরা সঙ্গে সঙ্গে  বেলপাহাড়ি থানায় অভিযোগ জানান। পুলিশ তদন্তে নেমে হেমন্ত মাহাতো, রঞ্জিত সিং ও অরুণ মাহাতো নামে তিন প্রতারককে গ্রেফতার করেছে। শনিবার তিনজনকে ঝাড়গ্রাম (Jhargram) আদালতে তোলা হলে বিচারক হেমন্ত ও রঞ্জিতকে সাতদিন পুলিশ হেফাজতে এবং অরুণকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Latest article