আমেদাবাদ, ১২ ফেব্রুয়ারি : তৃতীয় ম্যাচে ০। আগের দুই ইনিংসে রান যথাক্রমে ১৮ ও ৮। সবমিলিয়ে তিন ইনিংসে ২৬। যা একেবারেই বিরাট কোহলি-সুলভ নয়। কিন্তু সুনীল গাভাসকরের পর এবার তাঁর হয়ে ব্যাট ধরলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি স্পষ্ট বলে দিলেন, বিরাটের ফর্ম নিয়ে তাঁরা মোটেই চিন্তিত নন।
আরও পড়ুন-নিলাম চলাকালীন সংজ্ঞাহীন সঞ্চালক
ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজে ৩-০ হারিয়ে এবার কলকাতায় টি-২০ সিরিজে নামছে ভারতীয় দল। তার আগে রোহিত স্পষ্ট জানিয়ে দিলেন, বিরাটের আত্মবিশ্বাসে চিড় ধরেনি। তাঁর মোটিভেশনেরও দরকার নেই। দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে তিন ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করে এলেও বিরাট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন। তাঁর শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছে ২০১৯-এর নভেম্বরে।
কিন্তু বিরাটের রান না পাওয়ার প্রসঙ্গকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না বর্তমান অধিনায়ক রোহিত। শুক্রবার ম্যাচের পর বিরাটের আত্মবিশ্বাস বাড়াতে দল কী করছে জানতে চাইলে তিনি হেসে বলেন, ‘‘বিরাটের আরও আত্মবিশ্বাসের দরকার আছে? কোহলির যদি আত্মবিশ্বাসের দরকার থাকে তাহলে দলের মধ্যে আত্মবিশ্বাসী কে? জানি ও অনেকদিন সেঞ্চুরি করেনি, কিন্তু দক্ষিণ আফ্রিকাতেও তিন ম্যাচের মধ্যে দুটিতে হাফ সেঞ্চুরি করে এসেছে। ওর আত্মবিশ্বাসের প্রয়োজন নেই। ভালই আছে। টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে মোটেই চিন্তায় নেই।”
আরও পড়ুন-প্রথম ম্যাচেই হার মিতালিদের
এদিকে, একদিনের সিরিজ জেতার পর রোহিত আরও বলেছেন, তাঁরা এই সিরিজ থেকে যা পাওয়ার তা পেয়েছেন। ফাস্ট বোলাররা ভাল বল করেছেন। কুলদীপ ছন্দে ফিরছেন। চাহাল এমনিতেই তাঁদের পরিকল্পনায় রয়েছেন। কুলদীপ-চাহাল জুটিকে খুব শিগগিরই আবার পুরনো চেহারায় পাওয়া যাবে বলেও জানান রোহিত। এছাড়া মিডল অর্ডার শেষ ম্যাচে দলকে স্বস্তি দেওয়ায় আশ্বস্ত হতে পেরেছেন তিনি।