প্রথম ম্যাচেই হার মিতালিদের

একমাত্র কিছুটা লড়াই করলেন মিতালি ও স্বস্তিকা ভাটিয়া। মিতালি ৭৩ বলে ৫৯ রান করে আউট হন। স্বস্তিকার করেন ৬৩ বলে ৪১ রান।

Must read

কুইন্সটাউন, ১২ ফেব্রুয়ারি : টি-২০ ম্যাচ হেরে নিউজিল্যান্ড সফর শুরু করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার একদিনের সিরিজের প্রথম ম্যাচেও হেরে গেলেন মিতালি রাজরা। শনিবার প্রথমে ব্যাট করে ৪৮.১ ওভারে ২৭৫ রানে অলআউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। পাল্টা ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২১৩ রানেই গুটিয়ে যায় ভারত। মিতালি লড়াকু হাফ সেঞ্চুরি করেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি।
নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকা পালন করেন ওপেনিং ব্যাটার সুজি বেটস।

আরও পড়ুন-ঈশান-চাহারই সব থেকে দামি

তিনি ১১১ বলে ১০৬ রান করেন। এছাড়া এমি সেটার হোয়াইট ৬৭ বলে ৬৩ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান ঝুলন গোস্বামী, পূজা ভাস্ত্রকর, দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। বিগ ব্যাশ টুর্নামেন্টে সেরা হয়েছিলেন। কিন্তু চলতি সফরে হরমনপ্রীত কাউরের ব্যাটে রান নেই। এদিনও তিনি মাত্র ১০ রান করে আউট হন। হতাশ করলেন শেফালি ভার্মাও। তাঁর অবদান ১২ রান।
একমাত্র কিছুটা লড়াই করলেন মিতালি ও স্বস্তিকা ভাটিয়া। মিতালি ৭৩ বলে ৫৯ রান করে আউট হন। স্বস্তিকার করেন ৬৩ বলে ৪১ রান। এছাড়া রিচা ঘোষ ২৭ বলে ২২ রান ও পূজা ২৯ বলে ২৩ রান করেন। যদিও তাতেও ৬২ রানে ম্যাচ হেরে যায় ভারত।

Latest article