ডাকার, ১২ ফেব্রুয়ারি : ইজিপ্টের বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে শেষ গোল করে সেনেগালকে প্রথম আফ্রিকান নেশনস কাপ এনে দিয়েছেন সাদিও মানে। লিভারপুল তারকার এই কীর্তিতে তাঁর দেশে তাঁর সম্মানে তৈরি হচ্ছে ফুটবল স্টেডিয়াম। ২৯ বছরের মানের নিজের শহর সিধিওউতে হবে এই স্টেডিয়াম। জানিয়েছেন শহরের মেয়র আবেদোলৌ ডিওপ।
আরও পড়ুন-বিরাটের ফর্ম নিয়ে ভাবছি না : রোহিত
আফ্রিকান নেশনস কাপের জিতে সোমবার দেশে ফিরেছেন সেনেগালের ফুটবলাররা। রাস্তায় হাজার-হাজার ফুটবলপ্রেমী দাঁড়িয়ে থেকে ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট ম্যাকি সাল তারকাদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন। সঙ্গে ছিল আরও পুরস্কার। তাঁদের দেওয়া হয় দেশের সর্বোচ্চ সম্মানও।
আরও পড়ুন-প্রথম ম্যাচেই হার মিতালিদের
মানের নিজের শহরে মোটে পঁচিশ হাজার লোকের বাস। সেখানে মানে জাতীয় নায়কের সম্মান পান। শহরের মেয়র বলেছেন, ২০২৩-এর মধ্যে স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাবে। তিনি মনে করেন, এই সম্মান মানের প্রাপ্য।