প্রতিবেদন : মনিকা বাত্রা ও জাতীয় টেবল টেনিস মামলায় মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন টিটি কোচ সৌম্যদীপ রায়। গত বছর অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বের একটি ম্যাচ তৎকালীন জাতীয় টিটি কোচ সৌম্যদীপ গড়াপেটা করেছিলেন বলে অভিযোগ জানিয়েছিলেন মনিকা। শুক্রবার দিল্লির উচ্চ আদালত মনিকার অভিযোগ নিয়ে মামলায় সৌম্যদীপকে দোষী সাব্যস্ত করে। কিন্তু এই মামলায় অন্যতম অভিযুক্ত সৌম্যদীপ জানালেন, দিল্লি হাইকোর্ট তাঁর বিরুদ্ধে কোনও নির্দেশ দেয়নি। সংবাদমাধ্যমে ভুল খবর পরিবেশন হচ্ছে।
আরও পড়ুন-পিছিয়ে পড়েও দারুণ জয় সবুজ-মেরুনের
ফোনে বাংলার প্রাক্তন টেবল টেনিস তারকা বললেন, ‘‘আদালতের একটা পর্যবেক্ষণ যার সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মনিকা বাত্রার জয় আর আমার হার, এভাবে দেখানো হচ্ছে। আমার বিরুদ্ধে কোনও নির্দেশই দেয়নি আদালত।’’ এর পরই সৌম্যদীপের সংযোজন, ‘‘বিষয়টি আদালতে বিচারাধীন। তাই আমি বেশি কিছু বলতে রাজি নই। তবে এটুকু বলছি, যে খবর বেরিয়েছে বা পরিবেশিত হচ্ছে তা সম্পূর্ণ ভুল। দিল্লি হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা হল, টিটিএফআই-এর কাজকর্ম পরিচালনার জন্য আদালত প্রশাসক নিযোগ করবে। বর্তমান কার্যকরী কমিটি বাতিল।’’
আরও পড়ুন-শহরে এলেন ক্রিকেটাররা
সৌম্যদীপের দাবি, ‘‘আমার বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট কোনও নির্দেশ দেয়নি। আমাকে দোষী সাব্যস্তও করেনি। এই লড়াই মনিকা বাত্রার সঙ্গে টিটিএফআই-এর। সেখানে আমাকে জড়িয়ে দেওয়া হচ্ছে। টিটিএফআই-এর তদন্ত কমিটির যে রিপোর্ট আদালতে জমা পড়েছে, তার কপি আমি হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ করব।’’