মেসি-এমবাপের যুগলবন্দিতে জয়

এই জয়ের সুবাদে ফরাসি লিগে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইল পিএসজি। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় এক নম্বরেই রইলেন মেসিরা।

Must read

প্যারিস, ১২ ফেব্রুয়ারি : পাস বাড়ালেন লিওনেল মেসি। সেই পাস ধরে গোল করলেন কিলিয়ান এমবাপে। আর খেলার একেবারে শেষ মুহূর্তের ওই গোলে রেঁনের বিরুদ্ধে ১-০ বাবধানে জয় ছিনিয়ে নিল পিএসজি। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো রাউন্ডে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে মেসিদের।

আরও পড়ুন-ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে : সৌম্যদীপ

ফরাসি লিগে রেঁনের বিরুদ্ধে প্রথম সাক্ষাৎকারে ০-২ গোলে হেরে গিয়েছিল পিএসজি। তাই ঘরের মাঠে ফিরতি লিগের ম্যাচটা জিততে মরিয়া ছিলেন মেসি-এমবাপেরা। কিন্তু বিপক্ষকে চেপে ধরেও কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না মেসিরা। অবশেষে খেলার সংযুক্ত সময়ে (৯৩ মিনিট) মেসির নিখুঁত পাস থেকে গোল করে দলকে তিন পয়েন্ট উপহার দেন এমবাপে।
এই জয়ের সুবাদে ফরাসি লিগে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইল পিএসজি। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় এক নম্বরেই রইলেন মেসিরা।

Latest article