বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি : এর আগেও বেশ কয়েকটি আইপিএল নিলামে অংশ নিয়েছেন। তবে এবারের নিলামের চরিত্র সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি চ্যালেঞ্জিং। কোনও ভনিতা না করেই জানালেন অনিল কুম্বলে (Anil Kumble)।
রবিবার নিলামে দুই বিদেশি ক্রিকেটার কিনেছে কুম্বলের দল পাঞ্জাব কিংস। ইংল্যান্ডের ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনের জন্য খরচ হয়েছে সাড়ে এগারো কোটি। আর ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার ওডেন স্মিথের জন্য ছ’কোটি। কুম্বলে (Anil Kumble) বলছেন, ‘‘এবারের নিলাম পুরোপুরি আলাদা। ১০টি দল নিলামে অংশ নিয়েছে। তাই চাহিদা যতটা ছিল, তত জোগান (ক্রিকেটারদের) ছিল না।”
আরও পড়ুন – চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন জনির
পাঞ্জাব কিংসের কোচ আরও বলেন, ‘‘আমি এর আগে দুটি মেগা আইপিএল নিলামে (২০১১, ২০১৪) অংশ নিয়েছি। এছাড়া আরও কয়েকটা ছোট নিলামেও ছিলাম। কিন্তু এবারের নিলামের চরিত্র সম্পূর্ণ অন্য ধরনের। আরও চ্যালেঞ্জিং। যে ক্রিকেটার নিলামে উঠেছে, তাদের প্রায় সবার জন্যই আকাশছোঁয়া দর হাঁকা হচ্ছে। তাই খেলোয়াড় বাচাই খুব অঙ্ক কষে করতে হচ্ছে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে।”