এই জয় মানুষের জয়, শিলিগুড়ির মেয়র হবেন গৌতম দেব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

চার পুরনিগমের এই বিপুল জয় মানুষের জয়, বললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়কে মা – মাটি – মানুষের জয় হিসেবে ব্যাখ্যা করে নেত্রী তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদের উদ্দেশ্যে বার্তা দিলেন, আরও বেশি নম্র ও বিনয়ী হতে হবে। একই সঙ্গে জানিয়ে দিলেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র হবেন গৌতম দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, গৌতম দেব শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিমণ্ডলে এখন সবথেকে সব থেকে সিনিয়র। তাই গৌতম দেবই শিলিগুড়ির মেয়র হচ্ছেন।

আজই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে ফিরে বিধাননগর, আসানসোল ও চন্দননগরের মেয়র ডেপুটি মেয়র সহ বাকি পদাধিকারীদের নাম ঠিক করা হবে। শিলিগুড়ির ক্ষেত্রে মেয়র গৌতম দেব ছাড়া আর কে কোন পদ পাবে তার একপ্রস্ত আলোচনা নেত্রীর উত্তরবঙ্গ সফরকালেই আলোচনা হতে পারে।

আরও পড়ুন – সাংগঠনিক শক্তি বাড়ানোয় জোর 

সিপিএম- কংগ্রেস – বিজেপির মধ্যে আাঁতাত হয়েছে বলে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই আঁতাতকে জগাই- মাধাই- গদাইয়ের আঁতাত বলে অভিহীত করেছেন। শান্তি
পূর্ণ নির্বাচনের জন্য নিয়ে নির্বাচন কমিশনও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চার পুরনিগমের এই বিপুল জয় আগামী ২৭ ফেব্রুয়ারির ১০৮ টি পুরসভার ভোটে নিশ্চিত ভাবে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এ বিষয়ে কোনোও সন্দেহ নেই।

Latest article