আমেদাবাদ, ১৪ ফেব্রুয়ারি : সব চোখ হার্দিক পান্ডিয়ার ফিটনেসের দিকে। আইপিএল যত এগিয়ে আসছে, তারকা ভারতীয় অলরাউন্ডারকে নিয়ে কৌতূহল ততই বাড়ছে। কোমরের চোটের কারণে গত বছর নভেম্বরে টি-২০ বিশ্বকাপের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি হার্দিক। তবে সোমবার গুজরাট টাইটানসের স্পিন বোলিং কোচ আশিস কাপুর যা বললেন তাতে স্বস্তি পেতে পারেন জাতীয় নির্বাচক বা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সদস্যরা। আশিস জানালেন, হার্দিক অনুশীলন শুরু করেছেন। নেটে ভাল বোলিং করছেন।
আরও পড়ুন-ভাড়াটে গুন্ডা এনেও পারল না বিজেপি
গুজরাটের স্পিন বোলিং কোচ বলেন, ‘‘গত দু’মাস আমি বাহরিন জাতীয় দলের দায়িত্বে ছিলাম। তাই আশিস নেহরার উপর দায়িত্ব ছিল হার্দিকের সঙ্গে যোগাযোগ রেখে চলার। ওর অনুশীলনের ব্যবস্থা করা, ফিটনেসের নিয়মিত খোঁজখবর নেওয়া, সব কিছুই নেহরা করেছে।’’ আশিস আরও বলেন, ‘‘আইপিএল শিবিরে যোগ দেওয়ার আগে হার্দিককে দু-একটা রঞ্জি ম্যাচ খেলতে বলা হয়েছে। সেটা হতে পারে মার্চ মাসে। তবে ও অনুশীলন করছে এবং বোলিংও শুরু করেছে। হার্দিক সেটা নেহরাকে জানিয়েছে। ও নেটে ভাল বোলিং করছে আর ব্যাটিংয়ে তো ওর কোনও সমস্যাই নেই। ভারতীয় দল হার্দিকের কাছ থেকে যা চায়, গুজরাট টাইটানসও সেটাই চায়।’’